Rainy Season

যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি
মন পাগল করা অপরূপ সৃষ্টি ।
উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা
ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?

Image Rainy Season 01


টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা
বাড়িয়ে দিয়ে হাত.... লাগাই ছোঁয়া.....
শীতল পরশে...........অনুভূতিতে
স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া.......

Image Rainy Season 02


উদাস হয়ে তাকিয়ে........দেখি দুরে
কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে.......
দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায়
বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,

Image Rainy Season 03


পাশেই নিরব নিস্তব্ধ বেঞ্চিতে বসে
বৃষ্টিতে ভিজে ঐ তো সেদিন
দুইজন দুজনের হাতে হাতটি রেখে
বলেছিলে শীঘ্রই কেটে যাবে আমাদের দুর্দিন........

Image Rainy Season 04


কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন
হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল
আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে
বলেছিল যেন, আর করো নাক কোন ভুল........

Image Rainy Season 05


গান গাইছিলে তুমি....
ঝুম ঝুমা ঝুম বৃষ্টির দিনে
উচাটন মন মোর গেয়ে উঠে........
নীরবে নীরবে....চুপিসারে.....
যেখানে কেউ নাই নাই রে
সেখানে অকারণে হাত ধরে যাই ছুটে॥

Image Rainy Season 06


হ্যা সাথে আমিও তাল মিলিয়েছিলাম.........
রিমঝিম রিমঝিম এই বাদল দিনে
তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।।
ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায়
মন চায় তোমাকে নিতে চিনে ।।

Image Rainy Season 07


না...............
দুর্দিন তো কাটেনি....
চলে গেছ আজ তুমি কতদুরে
হারিয়ে গেছ কোথায় সুদুরে.....

Image Rainy Season 08


তুমিহীন আজ আমি একা পথে হাটি
পায়ের নিচে আজ খালি ভেজা মাটি ......

Image Rainy Season 09


গোলাপের পাপড়ীগুলো ছিঁড়ে ছিঁড়ে
ভাসিয়ে দেই জলে
স্মৃতিগুলো কেন আজ বারবার
নাড়া দেয় পলে পলে.......

Image Rainy Season 10


চোখ থেমে যায় সেই রাস্তার পাশে......
তুমি আমি যেন বসে আছি তাই শুধু চোখে ভাসে......

Image Rainy Season 11


হ্যা....... আজ আমি একা দাঁড়িয়ে
দু:খ কষ্ট হতে নিজেকে নেব ছাড়িয়ে.......

Image Rainy Season 12


নিজের মধ্যে নিজেকে নিয়ে
অনুভবে তোমাকে ভেবে
হেসে উঠব আনমনে খিলখিলিয়ে........

Image Rainy Season 13

বার বার গুন গুনিয়ে বলি..........
ভাল আছি ভাল আছি
সখা তুমি বিনে.............
কাছে থেকোনা দুরে যাও চলে
শুধু অনুভবে থাকো শুধু অন্তরে থাকো
ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে......
ভাল আছি ভাল আছি
সখা তুমি বিনে.................

Comments

Popular posts from this blog

About Web development As An Industry

How to Avoid An Unnatural Links Penalty

Role of Social Media in Link Building Strategy