ফেজবুকের ভিডিও ডাউনলোটড করার পদ্ধতি

ইদানীং ফেসবুকে অনেক ভিডিও শেয়ার করা হয়। ফ্লাশ পেয়ার ইনস্টল করা থাকলে বা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে সেগুলো সরাসরি ফেসবুকেই দেখা যায়। কিন্তু যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁরা সহজে ভিডিও দেখতে পারেন না। আবার অনেকে অনেক ভিডিও ডাউনলোড করে রাখতে চান। কিন্তু ফেসবুকের

ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো লিংক না থাকায় তা করতে অনেক সমস্যা হয়। সবচেয়ে সহজ পদ্ধতিতে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাইলে প্রথমে ফেসবুকের ভিডিওর ঠিকানাটি (লিংক) কপি করে www.facebookvideodown.com ঠিকানায় গিয়ে পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফেসবুকের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

Comments

Popular posts from this blog

About Web development As An Industry

Implementing Frames in XHTML

About Google Algorithm or Definition Of Algorithm?